স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়

Show Important Question


21) অ্যাক্সন তন্তুর চারদিক আবৃত থাকে:
A) মায়োলিন সিদ দ্বারা
B) সারকোলেমা দ্বারা
C) প্রোটিন দ্বারা
D) লিপিড দ্বারা

22) চোখের লেন্সে থাকে
A) ক্রিস্টালিন
B) মায়োসিস
C) অ্যালবুমিন
D) লিউকোসিন

23) চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে, সেটি হল:
A) অ্যাকুয়াস হিউমার
B) ভিট্রিয়াস হিউমার
C) লিম্ফ
D) রক্ত

24) মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হল—
A) মেডুলা
B) সেরিবেলাম
C) সেরিব্রাম
D) মিনব্রেন

25) মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে:
A) ফোর ব্রেন এবং হাইন্ড ব্রেন
B) ফোর ব্রেন, মিড ব্রেন এবং সেরিবেল্যাম
C) ব্রেন এবং স্পাইনাল কর্ড
D) কোনটিই নয়

26) স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা
A) 10 জোড়া
B) 10 টি
C) 12 জোড়া
D) 12 টি

27) মানুষের সুষুম্মা স্নায়ুর সংখ্যা কত--
A) 10 জোড়া
B) 12 জোড়া
C) 31 জোড়া
D) 33 জোড়া

28) কোন মস্তিষ্ক প্রাণী দেহের ভারসাম্য বজায় রাখে?
A) গুরু মস্তিষ্ক
B) লঘু মস্তিষ্ক
C) পশ্চাৎ মস্তিষ্ক
D) থ্যালামাস

29) মানব দেহে জিহ্বার কোন অংশে মিষ্টি স্বাদ গ্রাহক থাকে?
A) পশ্চাদে
B) দুই পাশে
C) মাঝখানে
D) অগ্রভাগে

30) করপাস ক্যালোসাম থাকে নিম্নের কোথায় ?
A) গুরু মস্তিষ্কে
B) রেখ মস্তিষ্কে
C) মধ্য মস্তিষ্কে
D) পশ্চাৎ মস্তিষ্ক

31) মানবদেহে করোটিয় স্নায়ুর সংখ্যা কত?
A) 10 জোড়া
B) 12 জোড়া
C) 16 জোড়া
D) 31 জোড়া

32) মানুষের মস্তিষ্কের আবরণীকে কী বলা হয় ?
A) মেনিনজেস
B) পেরিকার্ডিয়াম
C) প্লুরা
D) মায়োকার্ডিয়াম

33) কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
A) ককলিয়া
B) অটোলিথ
C) টিমপ্যানিক পর্দা
D) ইনকাস

34) ত্বকের রঙের কারণ কোনটি--
A) লিম্ফোসাইট
B) মনোসাইট
C) মেলানিন
D) কাইনিন